শোকগ্রস্থ সাইফ উল্লাহ বাদলের পাশে জেলা আ’লীগ সভাপতি
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: পুত্র হারানোর শোকে কাতর ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলকে স্বান্তনা দিতে তাঁর বাড়িতে ছুটে গেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ফতুল্লার কাশীপুরস্থ পেশকার বাড়িতে আসেন জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই। এসময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল তাঁর সঙ্গে ছিলেন।
আব্দুল হাই শোকগ্রস্থ সাইফ উল্লাহ বাদলকে স্বান্তনা দেন। এসময় তিনি নিহত মোছাব্বির আলম নয়নের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেন। এবং সাইফ উল্লাহ বাদলের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন-হোসিয়ারী সমিতির পরিচালক আমীর উল্লাহ রতন, আওয়ামীলীগ নেতা শহিদউল্লাহ খোকন, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।