ভয়ঙ্কর লেডি জলির খপ্পড়ে বন্দরের শিপন

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরের ভয়ঙ্কর লেডি জলির খপ্পড়ে পড়েছেন কুশিয়ারা এলাকার শিপন। নিজেই তালাক দেবার পরেও শিপন নামের ওই ব্যক্তিকে নানাভাবে হেনস্থা করে চলেছেন। শুধু তাই নয়, শিপনের প্রথম স্ত্রী সোনিয়া আক্তারকেও হুমকি-ধামকি দিয়ে বেড়াচ্ছে।

 

জানা গেছে, বন্দর কুশিয়ার এলাকার আহাম্মদ সরদার রোডের নূরুল হক বেপারীর ছেলে শিপন মিয়ার সাথে বন্দর লক্ষণখোলা এলাকার আব্দুল জলিলের মেয়ে জলি আক্তারের বিয়ে হয়। শিপনের এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রীর ঘরে তিনটি কন্যা সন্তান রয়েছে।

 

তবে শিপনের দাবি, জলি একজন দুঃশ্চরিত্রা নারী। তার তিনটি মেয়ে রয়েছে এটা জলি আগে থেকেই জানতো। কিন্তু এরপরেও শুধুমাত্র অর্থের লোভে প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করতে বাধ্য করে। পরে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে সে নিজেই গত বছরের ৮ ডিসেম্বর জলি আক্তার নিজেই তালাক দেয়। কিন্তু তালাকের পরেও সে নানাভাবে হয়রানি করে বেড়াচ্ছে।

 

শিপনের স্ত্রী সোনিয়া আক্তার জানান, স্বামী শিপনের নির্যাতনের অতিষ্ট হয়ে এর আগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলায় জলিকেও আসামী করা হয়েছে। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।

 

তবে স্থানীয়দের দেয়া তথ্যমতে, জলি একজন দুঃশ্চরিত্রা নারী। টাকাওয়ালা পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে আটকানোই জলির কাজ। ইতোমধ্যে জলির বেশ কয়েকটি বিয়েও হয়েছে বলে জানান তারা।

 

এ বিষয়ে কথা বলার জন্য জলি আক্তারকে (০১৮৭৭৬০০..) বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com