বন্দরে যুবলীগ নেতা খাঁন মাসুদের শীতবস্ত্র বিতরণ

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে নিজস্ব অর্থায়নে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুবলীগ নেতা খান মাসুদ।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে বন্দরের লেজারার্স আবাসিক এলাকায় প্রায় আড়াইশ’ অসহায় পরিবারের মাঝে এশীতবস্ত্র বিতরণ করা হয়।

 

শীতবস্ত্র বিতরণ পূর্বে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে অসহায় গরীবের পাশে দাঁড়িয়েছিলেন, আমরা তাঁর আদর্শ বুকে ধারন করে নিজ সামর্থ্যনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে চাই। আমার রাজনীতির মূল উদ্যেশ্য হচ্ছে গরীব ও অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো। সমাজে বিত্তবানদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়ান। এদেশটা আমাদের তাই আমরা সমাজে ধনী-গরীব সকলে মিলেমিশে একটা সুখী-সমৃদ্ধী বাংলাদেশ গড়েতুলতে চাই।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজসেবক শামসুদ্দিন খান, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ব্যবস্থপনা সম্পাদক মোঃ শরিফ হাসান চিশতী, ব্যবসায়ী লিটন খান, একরামপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সানজিদা খানম স্বপ্না, মালা খান, মিসেস জেরিন খান, আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, মোঃ হোসেন, নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, নুরুজ্জামান, মোঃ রাজিব, মোঃ আমিন, মোঃ রিয়াদ, সাদ্দাম হোসেন, আল-আমিন, ইয়াকুব হাসান চিশতী প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com