কাদিয়ানীদের অমুসলীম দাবিতে না’গঞ্জে মহা সম্মেলনের প্রস্তুতি

 

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবীতে নারায়ণগঞ্জে মহা সম্মেলনের প্রস্তুতি নিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত জেলা শাখার নেতৃবৃন্দরা। ১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দা.বা., বিশেষ অতিথি থাকবেন ভারতের দারুল উলূম দেওবন্দ সদরুল মুদাররিসীন আল্লামা কমর উদ্দিন হাফীজাহুল্লাহ, সৌদী আরবের ড. তুর্কি সাঈদ আল মাজদুয়ী আল গামেদীসহ দেশের খ্যাতীয়মান আলেম ওলামাগন।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ইসদাইর এলাকায় অবস্থিত জামীয়া কারিমিয়া মাদ্রাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত জেলা শাখার নেতৃবৃন্দরা এ তথ্য জানান।

 

মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি জাকির হোসেন কাশেমী, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আবু সায়েম খালেদ, সাধারন সম্পাদক মাওলানা আবু তাহের জিহাদী, যুগ্ম সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি হারুন উর রশিদ।

 

সভাপতিত্বের বক্তব্যে মাওলানা আবদুল কাদির বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তারপর আল্লাহ তা’আলা কোন ধরনের কোনো নবী আর পাঠাবেন না। এটা মুসলমানদের মৌলিক আক্বীদা-বিশ্বাসের অন্যতম। এর অস্বীকারকারী কাফের। কাদিয়ানী সম্প্রদায় ইসলামের এই মৌলিক ও গুরুত্বপূর্ন বিশ্বাসকে অস্বীকার করে মির্যা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মেনে নিয়েছে। এটা সরাসরি কুফুরী।

 

তিনি আরো বলেন, দেশে রাজনৈতিক একাধীক দল রয়েছে। আছে বহুধর্মের মানুষ। সবাই স্বাধীন ভাবে আমাদের এ দেশে বসবাস করছে। আমরা চাই কাদিয়ানীরা মুসলিম নয় আহমদিয়া জমাত নামে স্বীকৃতি হউক। এরপর তারা তাদের মতো করে চলা ফেরা করুক আমাদের কোন বাধা নেই। কিন্তু মুসলিম দাবী করতে পারবেনা। আমাদের এ সম্মেলন নারায়ণগঞ্জ থেকে শুরু হয়ে দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে হবে। সরকার কাদিয়ানীদের অমুসলিম স্বীকৃতি না দেয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com