আইনজীবী সমিতির এজিএম বয়কট বিএনপি ও আ’লীগের একাংশের

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যাপক হৈ-চৈ এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ এজিএমে আসন্ন নির্বাচনের কমিশন প্রসঙ্গ তোলার সাথে সাথে তা বিএনপি ও আওয়ামী লীগের বড় একটি অংশ তা প্রত্যাখ্যান করে সভা বয়কট করেন৷ তারা বলেন, এই নির্বাচন কমিশন পূর্বের নির্বাচন সুষ্ঠু করতে পারে নাই৷ সেই নির্বাচন কমিশন আবারও নির্ধারণ করা হয়েছে৷ আমরা এ কমিশন মানি না৷

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের নিচতলায় বার্ষিক সাধারণ সভা শুরু হয়৷ সভার শুরুতে পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী, বাৎসরিক রিপোর্ট ও অডিট পেশ করেন কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. মো. মোহসিন মিয়া৷ আগামী ২৯ জানুয়ারি ২০২০-২১ সালের কার্যকরী পরিষদের নির্বাচনের সম্ভাব্য দিন হিসেবে প্রস্তাব করা হয়৷ এরপরই সম্ভাব্য নির্বাচন কমিশনের প্রস্তাব করার সাথে সাথেই তা প্রত্যাখ্যান করে বিএনপি ও আওয়ামী লীগের বড় একটি অংশ৷ এ সময় এজিএম বয়কট করে সভা থেকে বেরিয়ে যান তারা ৷

 

 

পরে সিনিয়র আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান, এড. জাকির হোসেন, এড. আব্দুল হামিদ ভাষানী, এড. সরকার হুমায়ূনের নেতৃত্বে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা৷ অন্যদিকে নির্বাচন কমিশন বয়কট করে মিছিল করে সিনিয়র আইনজীবী এড. আনিসুর রহমান দিপুর নেতৃত্বে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের একটি বড় অংশ৷

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com