যুবলীগ চেয়ারম্যান ও সম্পাদককে শুভেচ্ছা জানালেন উজ্জ্বল

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।

 

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় আহাম্মদ আলী রেজা উজ্জ্বল নবনির্বাচিত এই দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

এসময় কেন্দ্রীয় নেতারা আহাম্মদ আলী রেজা উজ্জলকে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমানের আদর্শে দেশ ও দলের জন্য কাজ করার পরামর্শ দিয়ে যুবলীগের নেতাকর্মীদের খোঁজ-খবর নেন। এসময় আহাম্মদ আলী রেজা উজ্জলের সাথে মহানগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিথ ছিলেন।

 

পরে তারা আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com