প্রত্যাহার হওয়া সেই ৫ পুলিশ ফের ফতুল্লায়

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় চালককে ছুরিকাঘাতে হত্যা করে ব্যাটারী চালিত ইজিবাইক ছিনিয়ে নেয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ৫জন পুলিশ সদস্যকে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হলেও তাদের ফের থানায় যুক্ত করা হয়েছে।
তারা হলেন- এসআই মিজানুর রহমান-২, কনষ্টেবল সফিক, হাবিবুর রহমান, ফজলুল হক এবং গাড়ি চালক কনষ্টেবল আলমগীর। এরআগে রোববার রাতে তাদের ফতুল্লা মডেল থানা থেকে জেলা পুলিশ লাইনন্সে প্রত্যাহার করা হয়েছিলো।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, শনিবার দিনগত রাতে ফতুল্লার চর কাশীপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় ডিউটিতে ছিলেন এসআই মিজানুর রহমান-২ সহ সঙ্গীয় ফোর্স। ওইদিন রাত সাড়ে ১২টায় চর কাশীপুর এলাকায় টিপু হাওলাদার নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে নেয় অজ্ঞাত ছিনতাইকারীরা। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় এসআই মিজানুর রহমান-২ সহ তার সঙ্গীয় ফোর্সদের সকলকে জেলা পুলিশ লাইনন্সে প্রত্যাহার করা হয়ে ছিলো।