নয়নের মাগফেরাত কামনায় জিএম রাজুর আয়োজনে দোয়া
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের বড়পুত্র মোছাব্বির আলম নয়নের মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বাদ মাগরিব ফতুল্লার কাশীপুরস্থ দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদে সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) কেন্দ্রীয় যুবলীগের সহসভাপতি জিএম রাজু এ দোয়ার আয়োজন করেন।
দোয়ায় মোনাজাত করেন দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা ওবায়দুল্লাহ আশরাফী।
এসময় আরও উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির রতন, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, ফতুল্লা থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ৬নং ওয়ার্ডের সভাপতি শাহ আলম তালুকদার, সাধারণ সম্পাদক আল মামুন, আওয়ামী লীগ নেতা সরদার সালাউদ্দিন, প্রয়াত নয়নের চাচা আজিজ উল্লাহ মাখন, কাশীপুর ক্লাবের সভাপতি গোলাম হায়দার, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর জিএম রাজুর আয়োজনে মোছাব্বির আলম নয়নের রুহের মাগফেরাত কামনায় দক্ষিণ গোয়ালবন্দ এলাকায় গাউছিয়া খলিলিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসায় কোরান খতমেরও আয়োজন করা হয়েছে।