সাইফ উল্লাহ বাদলের জেষ্ঠ্য পুত্র নয়ন আর নেই
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের জেষ্ঠ পুত্র মোছাব্বির আলম নয়ন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………. রাজিউন)।
রোববার ( ৫ জানুয়ারী) দিবাগত রাত ৩ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫।
অত্যন্ত সহজ সরল প্রকৃতির মোছাব্বির আলম নয়ন দুই সন্তানের জনক। আওয়ামী লীগের সভাসমাবেশ ও মিছিল মিটিংয়ে তাকে সবসময় দেখা গেছে। অত্যন্ত সরল অন্তঃপ্রাণ নয়নকে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব ভালোবাসতেন। সে ছিল নেতাকর্মীদের অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
কাশীপুর পেস্কার বাড়ির এই সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে দেখতে ছুটে আসছেন।
নয়নের জানাজা বাদ জোহর কাশীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।