মাদক ব্যবসায়ী সুমন রিমান্ডে
আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ৫ হাজার পিছ ইয়াবা সহ গ্রেপ্তার হওয়া সুমনকে ১দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারী) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
তিনি জানান, আসামীকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। সে ভোলার চরফ্যাশন থানার হাফেজ নগর এলাকার নূর ইসলাম বেপারীর ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
প্রসঙ্গত, গত ৪ডিসেম্বর রাতে ক্রেতা সেজে ইয়াবা ক্রয় করতে গিয়ে সুমনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময়ে তার কাছ থেকে ৫হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।