ফতুল্লায় চালককে খুন করে ইজিবাইক ছিনতাই

 

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকমঃ ফতুল্লায় টিপু হাওলাদার নামে এক চালককে খুন করে ব্যাটারী চালিত ইজিবাইক ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত ছিনতাইকারীরা। আহতবস্থায় ইজিবাইক চালক টিপুকে স্থানীয়রা উদ্ধার করে নগরীর খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় উপজেলার কাশীপুর ইউনিয়নের চর কাশীপুর এলাকায় এঘটনা ঘটে।

 

নিহত টিপু (২৫) বরিশাল জেলার সাহেবের হাট থানার দিদারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। সে ফতুল্লার ভোলাইল এলাকায় মামুনের বাড়িতে ভাড়া থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

 

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান-২ এর সত্যতা নিশ্চিত করে বলেন, টিপু হাওলাদারের পিঠে ও কোমরের কাছে দুটি ছুরিকাঘাত করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

 

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com