ছাত্রলীগের এক সময়ের ‍তুখোড় নেতা সুজন আর নেই

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ছাত্রলীগের এক সময়ের তুখোড় ছাত্রনেতা ও মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শারফুদ্দিন সুজন আর নেই।

 

শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

 

সুজন অধুনালুপ্ত নারায়ণগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

রোববার বাদ জোহর বাবুরাইল জামে মসজিদে নামাজে জানাজা শেষে পাইকপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

ছাত্রজীবনে অত্যন্ত সাহসী শারফুদ্দিন সুজন স্বৈরাচার বিরোধি আন্দোলনে স্কুল জীবনে সক্রিয় অংশ গ্রহন করেন। এছাড়াও কিশোর বয়সে বঙ্গবন্ধু হত্যার বিচার দাবিতে প্রচারিত লিফলেট বিলি করে আলোচিত হয়ে উঠেন।

 

মৃত্যুর খবর শুনে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, প্যানেল মেয়র বিভা হাসান, শ্রমিকলীগ সভাপতি শুক্কুর মাহমুদ, সাবেক প্যানেল মেয়র মনির হোসেন, ব্যবসায়ি নেতা ও মিন্নতআলী র. মাজার শরিফের সভাপতি শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, দেওভোগ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শারফুদ্দিনের মরদেহ দেখতে যান।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com