আলেপ ও মনিরুলকে পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

 

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে কর্মরত দুই পুলিশ কর্মকর্তাকে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে রোববার (৫ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের প্রথমদিনের অনুষ্ঠানে পদকপ্রাপ্ত অন্যান্যদের সাথে তাদেরও পদক পরিয়ে দেন।

 

মোহাম্মদ মনিরুল ইসলাম ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা’ ও আলেপ উদ্দিন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা’ ক্যাটাগরিতে এই পুরষ্কার পেলেন। এর আগেও জঙ্গি দমনে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে আলেপ উদ্দিন পিপিএম পদক পেয়েছিলেন।

 

আলেপ উদ্দিন ২০১৯ সালে জেএমবি ও জেএমবির সারোয়ার তামিম গ্রুপ এবং আনসার আল-ইসলামসহ বিভিন্ন সংগঠনের ২৫ জঙ্গিকে গ্রেফতার করেন। তিনি ১৬টি জঙ্গিবিরোধী অভিযানসহ মোট ৫৪টি সফল অভিযানের নেতৃত্বে দেন। অস্ত্র, মাদক ও খুন ধর্ষণের আসামী গ্রেফতার এবং উদ্ধারের তার গুরুত্বপূর্ণ সাফল্য রয়েছে।

 

এছাড়াও প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার আইজিপি ব্যাজ পেয়েছেন নারায়ণগঞ্জে কর্মরত পুলিশের সাতজন সদস্য। পদকপ্রাপ্তরা হলেন- র‌্যাবের মেজর তালুকদার নাজমুছ সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী পিপিএম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন, রূপগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিন, জেলা পুলিশের এএসআই ওবায়দুর রহমান ও এএসআই জসিম উদ্দিন।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com