মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: বারেক মোল্লা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:শিল্পপতি ও সমাজ সেবক আব্দুল বারেক মোল্লা বলেছেন, মাদক ও সকল ধরনের কু-সংস্কার থেকে দুরে রাখার জন্য খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলার মাধ্যমে সমাজের যুবকরা অপরাধ থেকে দূরে থাকে। তাই এলাকার প্রতিটি পাড়া মহল্লায় সব সময় যেন খেলাধুলার আয়োজন করে যুবকদের উৎসাহিত করে। আমাদের বিশ্বাস করতে হবে খেলাধুলার মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা দূর করে। তাই আমাদের সকলের উচিৎ খেলাধুলাকে প্রাধাণ্য দেয়া।

 

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে বক্তাবলীর গোপাল নগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শওকত আলী চেয়ারম্যান টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বক্তাবলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন ভূইয়া, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আবুল প্রধান, ইউ পি সদস্য আতাউর রহমান, ইউ পি সদস্য ওমর ফারুক, সাবেক ইউ পি সদস্য আলী আহাম্মেদ, হাসেম কন্ট্রক্টর, আবু তালেব, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বারেক সরদার, প্রকৌশলী আবু সাইদ রিংকু, বিশিষ্ট ব্যবসায়ী বারেক মোল্লা, আঃ আজিজ, তৈয়ব আলী প্রমুখ।

 

এছাড়া ও উপস্থিত ছিলেন আরব আলী ভুইঁয়া, মাসুদুর রহমান বন্টি, বক্তাবলি ইউনিয়ন মৎসবীজী দলের সদস্য সচিব মোজাম্মেল প্রধান, ফতুল্লা থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আবুল খায়ের, বাছির সরদার,মজিবুর রহমান, মোঃ জুয়েল ভূঁইয়া। খেলায় লক্ষী নগর যুব সংসদ ২-০ গেমে রাজাপুর যুব সমাজ কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। এসময় বক্তারা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলা ব্যডমিন্টন খেলে যে আনন্দ দিয়েছে এলাকার ছেলেরা খুব সুন্দর খেলেছে, যুব সমাজ খেলার মাঝে থাকলে মাদক থেকে দুরে থাকবে। বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলির যোগ্য নেতৃত্বে সব দল ও মানুষের মধ্যে সহবাস করা সম্ভব হয়েছে। শওকত আলী বক্তাবলীতে যে উন্নয়ন করেছেন তিনি আমাদের মাঝে আজীবন স্বরণীয় হয়ে থাকবেন।

 

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com