জেলা পুলিশে বড় রদবদল: একদিনেই ৪৮জন

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলার পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। একদিনেই জেলার বিভিন্ন থানার ৪৮ জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানা গেছে।

 

জেলা পুলিশ অফিস সূত্র জানায়, ১ জন পরিদর্শক, ২২ জন উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং ২৫ কনস্টেবলসহ ৪৮ জনকে বদলি করেন। এর মধ্যে সোনারগাঁয়ে ১৪, রূপগঞ্জে ১৪, ফতুল্লায় ৭, সিদ্ধিরগঞ্জে ১, সদরে ২, বন্দরে ৩ জন, এবং আড়াইহাজারে ৭জনকে বদলি করা হয়েছে।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বদলির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রয়োজনের তুলনায় কিছু কিছু থানায় অতিরিক্ত অফিসার রয়েছে। কিন্তু সেই তুলনায় ডিবি ও ডিএসবিতে লোকবল সঙ্কট আছে। তাই থানা থেকে লোক সরিয়ে এনে যেখানে সঙ্কট রয়েছে সেখানকার ঘাটতি পূরণ করা হবে।

 

 

একসাথে বৃহৎ সংখ্যার এই বদলি পুলিশের চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি আরও জানান, যাদের বদলি করা হয়েছে তাদের কারো বিরুদ্ধে কোনও ধরণের অভিযোগ নেই।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com