৬৮ বছরে সাইফ উল্লাহ বাদল

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ৬৮ বছরে পা দিয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল।
আজ বুধবার (১ জানুয়ারী) এম সাইফ উল্লাহ বাদলের শুভ জন্মদিন।
১৯৫২ সালের ১ জানুয়ারি কাশীপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ গোয়ালবন্দে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম হয়। বাবা মরহুম এ কে সামসুদ্দিন আহমেদ তারা মিয়াও ছিলেন একজন সমাজসেবক ও রাজনীতিক।
বর্ণাঢ্য রাজনীতিক জীবনের অধিকারী সাইফ উল্লাহ বাদল ২০০৪ সাল থেকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে চলছেন। ২০১৯ সালের ৭ ডিসেম্বর ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি নির্বাচিত হন।
তিনি ২০১৬ সালে কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে তিনি এলাকার উন্নয়ণে মনোযোগী হন। মাত্র তিন বছরে এই ইউনিয়নের রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসাসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ণ করেছেন।