শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন কাউন্সিলর সজল

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ‘নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙ্গি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বছরের প্রথম দিনে সারাদেশে একযোগে পালিত হয়েছে বই উৎসব।
বুধবার (০১ জানুয়ারী) সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হয়েছে।
এদিকে, জেলার অন্যান্য স্কুলগুলোর মতো দেওভোগ ২৬ ও ২৭ নং বালক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। নতুন বই হাতে পেতে বুধবার সকাল থেকেই বিদ্যালয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ সভাপতি শেখ নাজমুল আলম সজল নিজে উপস্থিত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ সভাপতি (জেনারেল) ও বিকেএমইএর পরিচালক মো: কবির হোসেন, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম চঞ্চল, দিলীপ সাহা সহ স্কুলের প্রধান শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
এসময় নাজমুল আলম সজল বলেন, বই উৎসব পালন করে বর্তমান সরকার প্রধান অসম্ভবকে সম্ভব করেছেন। সারা পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে একদিনে একযোগে ৩৫ কোটি ৩৯ লাখেরও বেশি বই বিতরণ করা হয়। তোমাদের উজ্জল ভবিষ্যতের কথা চিন্তা করে তোমরা যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারো সেজন্য অামাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তোমাদেরকে নতুন বছরের প্রথম দিনে নতুন বই উপহার দিয়েছেন।
উল্লেখ্য, সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বুধবার ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১৯৭টি বই বিনামূল্যে তুলে দিয়েছে সরকার।