বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল: খান মাসুদ
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে যুবলীগ নেতা খান মাসুদ বলেছেন, আমাদের বিজয় এভাবেই আসেনি ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা মহান স্বাধীনতা পেয়েছি। ২০১৯ সাল শেষ ২০২০ সালটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুজিব বর্ষ হিসেবে শুরু হবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নূরবাগ যুব সংগঠন আয়োজিত বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ আলোক সন্ধ্যা প্রদর্শনী ও লাইভ কনসার্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ নেতা খান মাসুদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যার জন্ম না হলে এদেশ স্বাধীন হতে ানা সেই জাতির জনকের যে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করছে। আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। আজকে সারা বাংলাদেশ যেভাবে উন্নয়ন হচ্ছে রোড, ঘাট, ব্রীজ, কালবার্টসহ সর্বদিক দিয়ে এদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। যতদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে রাষ্ট্র ক্ষমতা থাকবে এদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।
সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন-খান মাসুদের সহধর্মিণী মিসেস জেরিন খান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন-আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন-আল-আমিন জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোজম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে-বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদের সভাপতি মোশারফ হোসেন খোকা, সানজিদা খানম স্বপ্না, মালা খান, প্রমি, জাতীয় পার্টি নেতা মোঃ জাবন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম,মোঃ শেখ মমিন, আজিজুল হক আজিজ, বাবু মোল্লা, রতন সরকার নিলয়, মোঃ লিটন, মোখলেছুর রহমান, ইমরান চিশতী, মোঃ রাজিব, আবাবিল যুব সংগঠনের আমিন, ইমরান, মাহাতাব প্রমুখ।