‘বছরের প্রথমদিনে বই তুলে দিয়ে সরকার ইতিহাস সৃষ্টি করেছে’

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শওকত আলী বলেছেন, সারাদেশে একযোগে বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সরকার ইতিহাস সৃষ্টি করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষাখাতে বিপ্লব সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে সবখাতেই উন্নয়ণ হয়েছে।

 

বুধবার (১ জানুয়ারি) সদর উপজেলার বক্তাবলীতে কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন বারী, কানাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলম মাষ্টার, ইউপি সদস্য আতাউর রহমান, এবি ফ্রে-স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমন, কানাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আক্তার হোসেন, শাহাদাৎ হোসেন, রাকিব, নেকবর আলী, মোঃ শাহাজালাল, আকাশ গাজী প্রমুখ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন- স্কুলের সহকারী প্রধান শিক্ষক হারুণ অর রশিদ সরকার দুলাল, ক্রীড়া শিক্ষক হায়দার আলী, সহকারী শিক্ষক জহিরউদ্দিন বারী, মো: নুরুল হক।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com