জেলাজুড়ে বই উৎসব

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সারাদেশের মতো নারায়ণগঞ্জ জেলা জুড়ে পালিত হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জের সহস্রাধিক সরকারী ও বেসরকারী স্কুলেই বুধবার (১ জানুয়ারি) সকালে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই উঠেছে। একই সাথে জেলার পাঁচটি উপজেলার সবক’টি শিক্ষাপ্রতিষ্ঠানেই বই বিতরণ করা হয়।

 

বুধবার সকালে জেলা প্রশাসক মো: জসিমউদ্দিন বই উৎসবের উদ্বোধন করেন। বই উৎসবে অংশ নেন পাঁচটি উপজেলার চেয়ারম্যান, নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টরা।

 

 

 

 

নারায়ণগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফুল ইসলাম জানান, জেলায় মোট ৪২ লাখ ৬৮ হাজার ৬১২টি বই বিতরণ করা হয়েছে। প্রায় ২৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৭৫৬জন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব জানান, শুধুমাত্র সদরে মাধ্যমিক স্তরে ১৫ লাখের বেশি বই বিতরণ করা হয়েছে।

 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, এবার প্রায় সোয়া ৪ কোটি শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি ৩১ লাখের বেশি বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com