জন্মদিনে সাইফ উল্লাহ বাদলকে বিন্দু-আতা-বাবু-সেলিমের শুভেচ্ছা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জন্মদিনে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল।

 

বুধবার (১ জানুয়ারী) ৬৮ বছরে পা দিয়েছেন এম সাইফ উল্লাহ বাদল। বুধবার সন্ধ্যায় ফতুল্লার কাশীপুর খিলমার্কেটস্থ বাসভবনে গিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, ফতুল্লা থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ৩নং ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: সেলিম।

 

১৯৫২ সালের ১ জানুয়ারি কাশীপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ গোয়ালবন্দে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম হয়। বাবা মরহুম এ কে সামসুদ্দিন আহমেদ তারা মিয়াও ছিলেন একজন সমাজসেবক ও রাজনীতিক।

 

বর্ণাঢ্য রাজনীতিক জীবনের অধিকারী সাইফ উল্লাহ বাদল ২০০৪ সাল থেকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে চলছেন। ২০১৯ সালের ৭ ডিসেম্বর ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে তিনি এলাকার উন্নয়ণে মনোযোগী হন। মাত্র তিন বছরে এই ইউনিয়নের রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসাসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ণ করেছেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com