এস্যুরেন্স স্কুলে বই উৎসব ও ফল প্রকাশ
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে ফতুল্লার মুসলিমনগর এলাকার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এস্যুরেন্স ইন্টারন্যাশনাল স্কুল। একইদিন প্রথম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বাৎসরিক ফলাফলও ঘোষণা করা হয়।
বুধবার (১ জানুয়ারি) মুসলিমনগর নয়াবাজারস্থ স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- খোলা কাগজ’র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ নেয়ামত উল্লাহ, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, ফতুল্লা থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, স্কুলের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ইমরান, স্কুলের পরিচালক নোমান আহমেদ।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে ও শিক্ষক সানজিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সহকারী শিক্ষক নাজমুন নাহার ফেন্সি, শাহিনা পারভীন বিউটি, নাসরিন আক্তার, তাসমিয়া ইয়াসমীন, জান্নাতুল ফেরদৌস ও চাইল্ডকিপার আঞ্জুমান আরা প্রমুখ।
বই উৎসবে প্রায় দুই শত শিক্ষার্থীর হাতে সরকারের দেয়া বিনামূল্যের বই তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত ২০১৬ সালে প্রতিষ্ঠিত এ স্কুলটি গত তিন বছর ধরে প্রাথমিক সমাপনীতে শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে।