বক্তাবলীতে ইটভাটা উচ্ছেদ ও জরিমানা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার বক্তাবলীতে অনুমোদন না থাকায় ন্যাশনাল ব্রিকস নামের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা ও উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুুপরে বক্তাবলীর আকবরনগরে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম।
ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসুম জানান, অনুমোদন না থাকায় মেসার্স ন্যাশনাল ব্রিকসকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং স্কেভিটর দিয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। অপর দিকে মেসার্স নাহার ব্রিকস নামক অবৈধ ইটভাটার পক্ষে মহামান্য হাইকোটের নিষেধাজ্ঞা থাকায় উচ্ছেদ করা সম্ভব হয়নি।
এসময় পরিবেশ অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।