ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার ফল প্রকাশ

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বন্দরের আমিন আবাসিক এলাকাস্থ মাদ্রাসার অস্থায়ী ভবনের এ ফলাফল প্রকাশ করা হয়।
ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণী হইতে সপ্তম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করনে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরিফ হাসান। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি যুবলীগ নেতা খান মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম।
অনুষ্ঠানে খান মাসুদ বলেন, আজকের কচিকাঁচা বাচ্চারা আগামীর ভবিষ্যৎ। তোমরা যারা এবছরে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছ তোমাদের প্রতি আমার অনেক শুভ কামনা রইল। আর যারা ভালো করতে পারনি আগামীতে যেন আরও ভালো করতে পারো সেভাবে নিজেকে তৈরি করো।
শিক্ষকদের উদ্যেশ্যে তিনি বলেন, আপনারা শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আপনাদের সুশিক্ষায় প্রতিষ্ঠিত হয় জাতির শ্রেষ্ঠ সন্তান।
মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ পারভেজের পরিচালনায় ফলাফল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, শিক্ষক মাওলানা রেজাউল করিম, মাওলানা আবুল কাসেম, মাওলানা ইলিয়াস, সাকিয়ে কাউছার, ইমরান হোসাইন, সহকারী কোষাধ্যক্ষ মাওলানা হেদায়েত উল্লাহ।