প্রাথমিক সমাপনীতে এস্যুরেন্স’র শতভাগ সাফল্য

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে মুসলিমনগর নয়াবাজার এলাকার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এস্যুরেন্স ইন্টারন্যাশনাল স্কুল। এ বছর প্রাথমিক সমাপনীতে স্কুলটির শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। একজন এ প্লাস সহ বাকি ৮জন পেয়েছে এ গ্রেড।

 

স্কুলের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ইমরান জানান, আমাদের স্কুল গত তিন বছর ধরেই শতভাগ সাফল্য অর্জন করে আসছে। গত বছর আমাদের স্কুল থেকে অংশ নেয়া প্রত্যেক শিক্ষার্থীই জিপিএ ৫ অর্জন করেছিল। আমরা আশা করছি, আগামীতে এ স্কুল থেকে অংশ নেয়া প্রত্যেকে খুব ভাল ফলাফল করবে, ইনশাআল্লাহ।

 

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নারায়ণগঞ্জে পাশের হার শতকরা ৯৬ দশমিক ৫৮ ভাগ। অন্যদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার শতকরা ৯৪ দশমিক ৭১ ভাগ। এ বছর জেলার পাঁচটি উপজেলার মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে রূপগঞ্জ উপজেলা। এই উপজেলায় পাশের হার ৯৬ দশমিক ৫৭। ফলাফলে পিছিয়ে রয়েছে সদর উপজেলা।

 

এ বছর পাঁচটি উপজেলা থেকে সকল বিষয়ে ৪৫ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৬ হাজার ৩৪৫ জন জিপিএ-৫ পেয়েছে এবং ১ হাজার ৭০৬ জন অকৃতকার্য হয়েছে। অন্যদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল ৩ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ১৯৩ জন জিপিএ-৫ পেয়েছে। অকৃতকার্য হয়েছে ১৪৫ জন পরীক্ষার্থী।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com