না’গঞ্জ বিসিক শিল্পাঞ্চলের উন্নয়নে – যৌথ আলোচনা সভা
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বিসিক হোসিয়ারী শিল্প নগরীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বিসিক ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকার মতিঝিল এলাকার বিসিকি প্রধান কার্যালয়ে বিসিক চেয়ারম্যান মোঃ মোশ্তাক হাসানের সাথে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নেতৃবৃন্দের এ দ্বি-পাক্ষিক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল হোসিয়ারী পল্লীখ্যত নারায়ণগঞ্জ বিসিক শিল্প অঞ্চলের বিভিন্ন সমস্যার কথা বিসিক চেয়ারম্যানের নিকট উপস্থাপন করে সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান। এরমধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিলো বিসিক হোসিয়ারী শিল্পনগরী প্রকল্পের শিল্প ইউনিটের অনুকুলে পানি সরবরাহ নিশ্চিতকরন ও পানির বকেয়া বিল মওকুফ, এনায়েতনগর ইউনিয়ন পরিষদ কর্তৃক অযৌক্তিকভাবে হোল্ডিং ট্যাক্স আদায়, এসোসিয়েশনের অনুকুলে পজিশনকৃত ১১ শতাংশ জমির ইজারা চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রেশন, বিসিকে রাস্তার দুইপাশে ড্রেন পরিস্কার এবং রাস্তা সুষ্ঠভাবে নির্মানসহ নানাবিধ সমস্যা।
এসময় বিসিক চেয়ারম্যান নাজমুল সজলের উত্থাপিত সমস্যাগুলো বাস্তবতার নিরীখে সমাধানের জন্য আশ্বাস প্রদান করেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান (পরিচালক উঃ ও সঃ বিসিক), মোঃ হাতেম (সভাপতি, বিসিক শিল্প মালিক সমিতি), মোঃ মিজানুর রহমান পাটোয়ারী (মহা ব্যবস্থাপক, বিসিক), মোঃ কামাল উদ্দিন (উপ-মহা ব্যবস্থাপক, বিসিক), মোঃ মোস্তাফিজ (শিল্পনগরী কর্মকর্তা, বিসিক), মোঃ কবির হোসেন ( সহ-সভাপতি জেনারেল, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন), মোঃ সাঈদ আহমেদ স্বপন (সহ-সভাপতি এসোসিয়েট, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন) এবং পরিচালকবৃন্দ যথাক্রমে মোঃ আতাউর রহমান, হাজী আলী আহমেদ শেখ, মোজাম্মেল হক, বাবু বৈদ্যনাথ পোদ্দার ও শাখাওয়াত হোসেন সুমন।