ডাস্টবিন থেকে তুলে মুরগি দিতো হোটেলে: ধরা পড়ে শ্রীঘরে

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর কাঁচা বাজারগুলোতে বিভিন্ন কারণে মুরগি মারা গেলে তা ডাস্টবিনে ফেলে দেয়া হয়। আর সেই মরা মুরগি সংগ্রহ করে প্রতিদিন বিভিন্ন হোটেলে সরবরাহ করতো ডোম অনু। বছর ধরে এ কাজ চালিয়ে আসলেও সোমবার (৩০ ডিসেম্বর) ভ্রাম্যমান আদালতের হাতে ধরা পড়ে বেরিয়ে আসে সেই রহস্য।

 

সোমবার নগরীর প্রেসিডেন্ট রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমানের একটি ভ্রাম্যমান আদালত হাতেনাতে অনু দাসকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয়।

 

গ্রেফতার হবার পর অনু দাস জানায়, পেশায় একজন ডোম হলেও নগরীর বিভিন্ন ড্রেণ থেকে মরা মুরগি সংগ্রহ করে হোটেল রেস্তরাঁয় সরবরাহ করতো সে। দীর্ঘদিন ধরেই সে এ কাজ করে আসছে। এ কাজে তার আরো কয়েকজন সঙ্গী রয়েছে। মুরগি সরবরাহ করে প্রতিদিন ৫-৬ শ’ টাকা পায় তারা। কিন্তু গতকাল ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়।

 

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার বলেন, এ ঘটনায় আমরা একজনকে গ্রেফতার করেছি। তার এই অপরাধে তাকে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে মক্কা-মদিনা স্টোরকে ২০ হাজার ও মক্কা-মদিনা হোটেলকে ৫০ হাজার মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com