সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সিদ্ধিরগঞ্জপ্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের সুমিল পাড়ায় এই সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ, যুদ্ধাহত এবং জীবিত ৩৬ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার রাতে নাসিক ৬ নং ওয়ার্ডের সুমিলপাড়া নূরে মদিনা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। পরে নাসিক প্যনেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান একে একে উপস্থিত মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও গায়ে শাল পড়িয়ে দেয়। অনুষ্ঠানে ১০ জন শহীদ মুক্তিযোদ্ধাদের মরণোত্তর, ১ জন যুদ্ধাহত এবং ২৫ জন জীবিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।