শামীম ওসমান ৮/১০ টি মন্ত্রীর ক্ষমতা রাখেন: ভিপি বাদল

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ৮/১০ টি মন্ত্রীর ক্ষমতা রাখেন বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল। তিনি বলেন, শামীম ওসমান এমন একজন নেতা কখনো সে নিজের সার্থের কথা চিন্তা করেননি। সব সময় তার দলের নেতাকর্মীদের কথা চিন্তা করেছেন। তার দক্ষ নেতৃত্বের কারনে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ আজকে ঐক্যবদ্ধ। শামীম ওসমান এমপি হওয়ার পর নিজের কথা না ভেবে সুন্দর একটি নারায়ণগঞ্জ গড়তে কাজ করে যাচ্ছেন। তাই আসুন আমরা শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলকে সু-সংগঠিত করার অঙ্গিকার করি।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফতুল্লা থানা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির শাসন আমলে আওয়ামীলীগের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে এমনটাই মন্তব্য করে ভিপি বাদল বলেন, বিএনপি সরকার শাসন আমলে তাদের নির্যাতনের ভয়ে আমরা বাড়ি ঘরে থাকতে পারতাম না। তারা আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে। এমনকি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দিয়েছে। সেই মামলার হাজিরা দিতে আদালতে যেতে পারিনি। তারা আদালতেও আমাদের উপর গুলি চালিয়েছে। আর আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর আমরা কোন বিএনপির নেতাকর্মীদের উপর কোন হামলা চালাইনি। তাদের বাড়ি ঘরে হামলা চালানো হয়নি। তারা এখনো শান্তিতে বসবাস করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনার শরীর স্বাস্থ্য সুস্থ্য রাখেন এবং তাকে হায়াতদরাস করেন। শেখ হাসিনা যদি বেচে থাকেন তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। জননেত্রী শেখ হাসিনাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ তাকে বাচিয়ে রেখেছেন।

ভিপি বাদল আরও বলেন, বাদল ও শওকতের নেতৃত্বে ফতুল্লা থানা আওয়ামীলীগ একটি শক্তিশালী কমিটি হবে। তারা নারায়ণগঞ্জের ৫টি আসনের দায়িত্ব পালন করার ক্ষমতা রাখেন এটা আমার বিশ্বাস। যে বাদল, শওকতকে শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে চিনেন, সেই বাদল শওকতের নেতৃত্ব কখনো দূর্বল হতে পারে না। তাদের মত নেতা থাকলে আওয়ামীলীগ শক্তিশালী হবে এটাই স্বাভাবিক।

এদিকে অনুষ্ঠানে ফতুল্লা থানা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ হতে তাদেরকে সম্মমনা ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানিক চানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি শিকদার মোহাম্মদ গোলাম রসুল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মমিন মাদবর, থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এইচ এম ইসহাক, থানা আওয়ামীলীরে কৃষি বিষয়ক সম্পাদক ইউনুছ দেওয়ান, থানা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, থানা আওয়ামীলীগের তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, জেলা কৃষকলীগের সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন হাওলাদার, জাহাঙ্গীর আলম, হুমায়ন কবির, রাজ্জাক বেপারী, রাজ্জাক ফকির, ইউনিয়ন পরিষদ সদস্য রোকন উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, থানা যুবলীগ নেতা এফএম খোকন, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com