বন্দর প্রেসক্লাব সভাপতি বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী কাল

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের নারায়ণগঞ্জের বন্দর প্রতিনিধি আতাউর রহমানের বড় ভাই বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আবদুর রব বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী কাল সোমবার।
এ উপলক্ষে মরহুমের বাস ভবনে (৫৯ দেউলী চৌরাপাড়া , বন্দর, নারায়ণগঞ্জ) কোরানখানী ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বন্দরের সোনাকান্দা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পোলিং অফিসারের দায়িত্ব পালন কালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।