প্রধানমন্ত্রীর দেয়া সাড়ে ১২ হাজার কম্বল বিতরণ করলেন মেয়র আইভী

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত ১২ হাজার ৬শ’ কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নগরভবনে শীতার্ত গরীব ও দুঃস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

 

নাসিক মেয়র জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের জন্য ১২ হাজার ৬শ’ কম্বল দেওয়া হয়েছে। এসব কম্বল শীতার্ত গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হবে। সিটির ২৭টি ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এসব কম্বল বিতরণ সম্পন্ন করা হবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া দোয়া প্রার্থনা করেন মেয়র আইভী।

 

নগরভবনে কম্বল বিতরণকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএফএম এহতেশামূল হক, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com