রহস্যময় ধনপতি জাপা নেতা জয়নাল ফের গ্রেফতার
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও শিল্পপতি জয়নাল আবেদীন ওরফে আল জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজির একটি মামলায় শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরীর টানবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল পুলিশ।
জয়নাল আবেদীন নগরীতে আল জয়নাল নামে সমধিক পরিচিত। হঠাৎ ধনপতি বনে যাওয়া এই শিল্পপতি একসময় জামায়াতে ইসলামী রাজনীতি করলেও কয়েক বছর আগে জাতীয় পার্টিতে যোগ দেন। মূলত: ভূমিদস্যুতার মাধ্যমে তিনি কয়েক বছরে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।
জয়নাল আবেদীনকে গ্রেফতারের সতত্য নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে জুবায়ের নামের এক ব্যক্তি শুক্রবার রাতে জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা করেছেন। শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
রহস্যময় ধনপতি জয়নাল আবেদীনের বিরুদ্ধে এর আগে চলতি বছরের এপ্রিলে একটি চাঁদাবাজি মামলা হয়। স্বর্ণ ব্যবসায়ী ফারুক নামের ওই ব্যবসায়ীর মামলায় ২৪ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়।
২০১৮ সালের ২৪ ডিসেম্বর লাইসেন্স করা পিস্তল জমা দিতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভূমিদস্যুতার অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের একটি মামলায় ২০১৫ সালে ৫মার্চ তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা হয়।
২০১২ সালে তৎকালীন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের আল জয়নালের বিরুদ্ধে একটি জিডি করেছিলেন। পরের বছর ১১ ফেব্রুয়ারি জামায়াত ইসলামীকে পৃষ্ঠপোষকতার অভিযোগে একটি মামলা দায়ের করে পুলিশ।