বিধবাকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেফতার

 

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সোনারগাঁয় এক বিধবাকে ধর্ষণের অভিযোগে ইকবাল হোসেন নামের তার ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণ শেষে পালিয়ে যাবার সময় ধর্ষিতার ছেলে ৯৯৯ এ পুলিশকে ফোন দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

শনিবার (২৮ ডিসেম্বর) সোনারগাঁ ডিগ্রী কলেজের আমতলা এলাকায় ধর্ষণের ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ইকবাল হোসেন ওই এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

 

সোনারগাঁ থানার এসআই আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, আমতলা এলাকার একই বাড়িতে ধর্ষক ইকবাল হোসেন ও তার মৃত ছোট ভাইয়ের দৃষ্টিপ্রতিবন্ধি স্ত্রী-সন্তানরা বসবাস করে। শুক্রবার ইকবাল তার মৃত ছোট ভাইয়ের স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। শনিবার সকালে বাড়িতে তাকে একা পেয়ে ধর্ষণ করে। কিন্তু এরমধ্যে ইকবালের স্ত্রী সন্তানদের নিয়ে স্কুল থেকে ফিরে ধর্ষিতা জায়ের চিৎকার শুনতে পায়। পরে স্ত্রীকে দেখে দৌড়ে পালিয়ে যায় ইকবাল। কিন্তু এর মধ্যে ধর্ষিতার ছেলেকে ফোন বিষয়টি জানায় ইকবালের স্ত্রী। ধর্ষিতার ছেলে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

এ ঘটনায় থানায় ধর্ষণ মামলায় দায়ের করা হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com