ফতুল্লায় বিনামূল্যে চক্ষু ও প্রতিবন্ধীদের চিকিৎসা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় বিনামূল্যে চক্ষু ও প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা প্রদান করেছে পৃথক দুটি সংগঠন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও হযরত শাহ্ কল্যান পরিষদের পক্ষ থেকে শনিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ ও শিশুদের এ সেবা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালের পক্ষে চিকিৎসা দিয়েছেন-ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, ডাঃ সানজিদা নুসরাত জাহান। এ চিকিৎসা সেবার উদ্বোধন করেন-নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক।
এসময় উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের এম সালাহ উদ্দিন, নুর আলম আকন্দ, হযরত শাহ কল্যান পরিষদের সভাপতি আলামিন প্রধান, খাদেম আসলাম মিয়া, ব্যবসায়ী বাসু দেব হাওলাদার, শাহীন হক, সাংবাদিক আনিসুজ্জামান অনু, ইরান মজুমদার, শাহাদাৎ হোসেন, শ্রমিক নেতা এমএ শাহীন, মাওলানা উজিউল্যাহ।
এছাড়া চিকিৎসা সেবায় সহযোগীতা করেছেন গোলাম আযম, আবু জাফর, শেখ আলমগীর, তৈয়বা আক্তার তিবা, সুমাইয়া আক্তার, কামরুল হাসান, মামুন হোসেন, আবু ইউসুফ, লাইকা, সুশান্ত কুমার, প্রদিপ বিশ্বাস ও এরশাদ সিকদার।