প্রধানমন্ত্রীর দেয়া কম্বল শীতার্তদের তুলে দিলেন কাউন্সিলর সজল

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ২০১৯-২০ অর্থ বছরে প্রধানমন্ত্রীর দেয়া কম্বল নগরীর ১৬নং ওয়ার্ডের শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে।

 

শ‌নিবার (২৮ ডি‌সেম্বর) সকা‌লে না‌সিক ১৬ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর শেখ নাজমুল আলম সজলের পক্ষে দরিদ্রদের এসব শীতবস্ত্র তুলে দেন মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর সজলের ছোটভাই শেখ মাহবুবুল আলম চঞ্চল।

 

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক সসভাপ‌তি শেখ সাফা‌য়েত আলম সা‌নি, সা‌বেক যুগ্ম সম্পাদক শেখ র‌ফিকুল ইসলাম রায়হান, সা‌বেক দপ্তর সম্পাদক আহমেদ হৃদয়, ওয়ার্ল্ড এ‌ন্টিট্যা‌রো‌রিজম অরগানাই‌জেশন (WATO) বাংলা‌দেশ চ্যাপ্টার সভাপ‌তি ফা‌হিম এ‌মিল, বি‌শিষ্ট ব্যবসায়ী মোশারফ হো‌সেন, জেলা ছাত্রলী‌গের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম খান সৌরভ, সাবেক উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন সাদ্দাম, সা‌বেক ধর্ম বিষয়ক সম্পাদক বিল্লাল খান, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইব্রাহীম, সা‌বেক কার্যকরী সদস্য শেখ জ‌হির প্রমুখ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com