না’গঞ্জে নতুন এসপি’র দায়িত্বগ্রহণ

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেছেন নতুন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

 

গত ২ নভেম্বর জেলার আলোচিত পুলিশ সুপার হারুণ অর রশিদকে পুলিশ হেডকোর্য়াটারে বদলি করা হয়। এরপর থেকে মনিরুল ইসলাম ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার তিনি নতুন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমকে দায়িত্ব হস্তান্তর করেন।

 

এর আগে তিনি মুন্সীগঞ্জের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। গত ১৯ ডিসেম্বর তাকে নারায়ণগঞ্জ বদলী করা হয়। ২৪ ডিসেম্বর তার যোগদানের কথা থাকলেও শনিবার তিনি নারায়ণগঞ্জ আসেন।

 

নারায়ণগঞ্জের বহুল আলোচিত পুলিশ সুপার হারুণ অর রশিদের বদলির পরে এ জেলায় কে আসছেন তা নিয়ে বেশ আলোচনা চলছিল।

 

নারায়ণগঞ্জের নতুন এসপি জায়েদুল আলম দীর্ঘদিন মুন্সিগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে মুন্সীগঞ্জে যোগদানের পরের বছর পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট চালু করেন। ২২তম ব্যাচের এই মেধাবী কমকর্তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনীতে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com