কুতুবপুরে বাদল-শওকতকে গণসংবর্ধনা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের দ্বিতীয় দফায় নির্বাচিত সভাপতি এম সাইফ উল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলীকে গণসংবর্ধনা দিয়েছে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
শনিবার (২৮ ডিসেম্বর) ফতুল্লার দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভায় বর্ষীয়াণ এই দুই নেতাকে গণসংবর্ধনা দেয় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিনের সভাপতিত্বে আলোচনা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিকদার গোলাম রসুল, নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা নাজিমউদ্দিন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এইচ এম ইসহাক প্রমুখ।