রূপগঞ্জের রূপ বাড়াতে সব করা হবে: সেতু মন্ত্রী

 

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রূপগঞ্জের রূপ বাড়াতে যা যা করা দরকার সব করা হবে। রাজধানী নিকটতম জেলা নারায়ণগঞ্জ পুরো জেলা সরকারের উন্নয়ন ছোঁয়া যা পেয়েছে তার বেশিরভাগই রূপগঞ্জ পেয়েছে ।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন সেতু এলাকায় ঢাকা বাইপাস সড়কের ৪ লেনে উন্নীত করন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর থেকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া হয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্প অতিক্রম করে গাজীপুরের জয়দেবপুর চৌরা¯তা সংযোগ মহা সড়কের ৪৮ কিলোমিটার জুরেই ঢাকা বাইপাস সড়কের ৪ লেনে উন্নীত করা হচ্ছে। এতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের সূচনা হলো। এ সড়কটির উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার কোটি টাকা। যা সড়ক ও জনপদ অধিদপ্তর পাবলিক প্রাইভেট পার্টনারশীপ(পিপিপি) এর আওতায় চায়না কোম্পানী সিচুয়ান রোড এন্ড ব্রিজ গ্রুপ কর্পো লিমিটেড, বাংলাদেশী ঠিকাদার শামীম এন্টারপ্রাইজ এন্ড ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড কনসূর্টিয়ামের গত ৬ ডিসেম্বর এক চুক্তি মতে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপম্যান্ট কোম্পানী লিমিটেড( ডিবিইডিসিএল) বাস্তবায়ন করবে। এ উন্নয়ন কাজ পরবির্ত ৩ বছরের মধ্যে ২০২২ সালে সমাপ্ত হবে বলে জানান তিনি।

 

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ামীলীগ সব রকম পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, রূপগঞ্জের উপর দিয়ে ঢাকা সিলেট মহা সড়ক , ঢাকা চট্টগ্রাম সংযোগের ঢাকা বাইপাস, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সংযোগ, ভুলতা ফ্লাইওভার, পূর্বাচল নতুন শহরসহ নানা মেগা প্রকল্প থাকায় এ অঞ্চলের গুরুত্ব রয়েছে। ফলে স্থানীয় অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ছে।

 

সড়ক দূর্ঘটনায় শুধু চালকরাই দায়ী এমন দোষারূপ থেকে বেরিয়ে এসে পথচারি ,যাত্রীদের সচেতন করে মন্ত্রী বলেন, মহাসড়কে নসিমন, ভটবটি ইত্যাদি অবৈধ যান ও মোটরসাইকেল চালনার সময় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন না মানার প্রবণতা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করা হচ্ছে। যা বরদাস্ত করা হবে না। অভিভাবকদের সচেতন হতে হবে। ট্রাফিক আইন মানতে হবে।

 

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, নারী সংরক্ষিত আসনসহ উত্তরের ৭২ টি আর দক্ষিনের ১শ’ টি আসনে নির্বাচনে নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতিতে করবেন। এ নির্বাচনে সরকারের কোন প্রভাব খাটানো হবে না।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এমপি ওবায়দুল কাদেরকে বলেন, রূপগঞ্জের বহু উন্নয়ন হয়েছে। আরো কিছু বাকি আছে। এসব উন্নয়ন হলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবে রূপগঞ্জ।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-চায়না রাষ্ট্রদূত লিও জেন, পিপিপি প্রকল্পের পরিচালক সবুজ উদ্দিন খান, সড়ক ও জনপদ বিভাগের উপ প্রকৌশলী সাখাওয়াত হোসেন , রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম প্রমূখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com