মানুষের সেবার মাঝেই প্রকৃত আনন্দ: উজ্জ্বল

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মানুষের সেবার মাঝেই প্রকৃত আনন্দ পাওয়াযায়। তাই সবসময় মানুষের পাশে থেকে বঙ্গসাথী ক্লাব মানব সেবা কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এবছও দেড়শতাধিক ছেলে শিশুকে বিনামূল্যে সুন্নতে খাৎনার করানো হলো। বঙ্গসাথী ক্লাব সবসময় মানবসেবায় এ ধারাবাহিকতা চালিয়ে যাবে বলে জানিয়েছেন বঙ্গসাথী ক্লাবেব প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল।

 

বুুধবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় আলী আহাম্মদ চুনকা বিদ্যালয়ে বঙ্গসাথী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে ১৫০জন শিশু সন্তানদের সুন্নতে খাতনা করানো হয়।

 

এ উপলক্ষে সুন্নতে খাৎনা শুরুর আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গসাথী ক্লাবের প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন।

 

সকাল থেকে বিকাল পর্যন্ত ১৫০ জন শিশুকে সুন্নতে খাতনা করানো হবে। এ সময় অংশগ্রহনকারী শিশুদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে পাঞ্জাবী, গামছা, লুঙ্গি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

 

বঙ্গসাথী ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন-মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আমিনুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র বিভা হাসান, আমরা নারায়ণগঞ্জবাসি সংগঠনের সভাপতি নুর উদ্দিন আহমেদ, সাবেক প্যানেল মেয়র হাজী উবায়দুল্লাহ, ১৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মোনয়ার হোসেন মনা, আহাম্মদ আলী বেপারী, বঙ্গ সাথী ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সহ সভাপতি আব্দুর রব রনি, সহ সভাপতি ফাইজুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার সাগর, কোষাদক্ষ মোঃ মাসুদ, ক্রীড়া সম্পাদক সাইফুদ্দিন খুকু, দপ্তর সম্পাদক জিয়াউল হক জিকো, সাংস্কৃতিক সম্পাদক আবু রেজা রাসেল, সমাজ কল্যান সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজায়ানুল ফাহমিদ, কার্যকরি সদস্য, ইশবাল বাবু, গাউস মোঃ সোহাগ, কামরুল হুদা বাবু, জুয়েল শেখ, আলীনূও সুমন প্রমুখ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com