ঢাকা-চট্টগ্রাম সড়কে ৫ চাঁদাবাজ গ্রেফতার

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজির সময় ৫ চাঁদাবাহকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১১ এর একটি দল বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরের মদনপুর ও সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন হুমায়ুন কবির (৩৭), আসাদ মোল্লা (৪৭), জামাল (৩৮), মো. কাজী এরশাদুজ্জামান (৩৬) এবং আব্দুর রহিম (৪৮)। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির ২১,৯৪০ টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন মহাসড়কে চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস, লেগুনা, সিএনজি ও অটোরিকশা থামিয়ে চাঁদা আদায় করতো।

 

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস ও সিএনজি থামিয়ে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ি প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য হুমায়ুন কবির, আসাদ মোল্লা ও জামালকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এই সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ৮,৭৪০ টাকা জব্দ করা হয়। পৃথক আরেকটি অভিযানে বন্দরের মদনপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের সদস্য মো. কাজী এরশাদুজ্জামান ও আব্দুর রহিমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এই সময় তার দখল হতে চাঁদাবাজির নগদ ১৩,২০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মদনপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দৈনিক প্রতি সিএনজি চালিত অটোরিকশা হতে ৮০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com