গাবতলীতে রওশন আরা স্কুলের উদ্বোধন

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার গাবতলীতে রওশানা আরা স্কুল নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এসময় চিত্রাঙ্কন প্র‌তি‌যোগীতার পুরষ্কার বিতরণ ও কৃ‌তি শিক্ষার্থী‌দের সংবর্ধনাও দেয়া হয়েছে।

 

বুধবার (২৫ ডি‌সেম্বর) সকা‌লে স্কু‌ল ক্যাম্পা‌সে স্কুল‌টির শুভ উ‌দ্বোধন ঘোষণা ক‌রেন স্কু‌লের চেয়ারম্যান ফের‌দৌ‌সি সা‌রোয়ার সোমা।

উ‌দ্বোধন শে‌ষে প‌বিত্র কোরান তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর উপ‌স্থিত অ‌তি‌থিবৃ‌ন্দের উ‌দ্দে‌শ্যে স্বাগত বক্তব্য দেন  স্কু‌লের প্র‌তিষ্ঠাতা আইনজীবী মালিক সোহেল আহমেদ।

স্বাগত বক্তব্য শে‌ষে স্কুল‌টির সাফল্য কামনা ক‌রে শু‌ভেচ্ছা বক্তব্য প্রদান ক‌রেন অনুষ্ঠা‌নে আগত অ‌তি‌থিবৃন্দ। প‌রে চিত্রাঙ্কন প্র‌তি‌যোগীতায় বিজয়ী‌দের মা‌ঝে পুরষ্কার বিতরণ ও কৃ‌তি শিক্ষার্থী‌দের সংবর্ধনা প্রদান করা হয়।

 

স্কু‌লের চেয়ারম্যান  ফের‌দৌ‌সি সা‌রোয়ার সোমা’র সভাপ‌তি‌ত্বে উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত‌ ছি‌লেন- ফতুল্লা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান, বি‌শিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জি এম ফারুক, প্রবীণ শিক্ষক মোঃ আবুল হা‌শেম, এনা‌য়েতনগর ইউ‌নিয়ন ৯নং ওয়ার্ড মেম্বার কামরুল হাসান, এনা‌য়েতনগর ইউ‌নিয়ন মেম্বার আতাউর রহমান প্রধান, এনা‌য়েতনগর ইউ‌নিয়ন মেম্বার মোঃ আলী আকবর, এনা‌য়েতনগর ইউ‌নিয়ন ম‌হিলা মেম্বার রো‌জিনা আক্তার, সমাজ‌সেবক হাজ্বী আব্দুল ল‌তিফ।

 

 

 

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন মাসদাইর গাবতলী এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যা‌ক্তিবর্গ সহ স্কু‌লের শিক্ষক শিক্ষার্থী ও অ‌ভিবাবকবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com