আড়াইহাজারে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষে আড়াইহাজার শহীদ মঞ্জুর ষ্টেডিয়ামে মা সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ৬২ নং আড়াইহাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত মা সমাবেশে কয়েকশত অভিভাবক মা ও ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করেন।
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন,বাস্তবমুখী শিক্ষা,নৈতিক শিক্ষা,শারীরিক ও মানুষিক উন্নতি সাধনের লক্ষে কোমলমতি শিশুদের গড়ে তোলার উপর মা অভিভাবকদের মতামত গ্রহন ও করনীয় ব্যাপারে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমেদ পাঠান দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আলী আকবর সিকদার,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলাম,হারাধন চন্দ্র দে,সৈয়দ ইসমাইল হোসেন,প্রধান শিক্ষক মবিনুল ইসলাম,আড়াইহাজার পৌরসভার কাউন্সিলর সাদেকুর রহমান,সংরক্ষিত আসনের কাউন্সিলর সামসুন্নাহার, নজরুল ইসলাম, মাহাবুবুর হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
পরে মা সমাবেশে ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মবিনুল ইসলাম।