অনেক দিনের স্বপ্ন আল্লাহ পূরণ করেছেন: আল আমিন ইকবাল

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: তরুণ শিল্পপতি ও রামনগর হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আল আমিন ইকবাল বলেছেন, অনেক দিনের স্বপ্ন ছিল, গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করার। আল্লাহ সে স্বপ্ন পূরণ করেছেন। এই স্বপ্নকে এগিয়ে নেবার দায়িত্ব এখন এই গ্রামের সবার।

 

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বক্তাবলীতে রামনগর হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের সামনে দিয়ে আসা-যাওয়ার সময় যখন দেখি বাচ্চারা ছুটোছুটি করে তখন আনন্দে আমার চোখ দিয়ে পানি এসে যায়। কারণ আমাদের সময় খেলাধুলার জায়গাও ছিলো না।

 

আল আমিন ইকবাল আরও বলেন, অনেক দিন পরে হলেও খুব সুন্দর একটা স্কুল হয়েছে, ঈদগা আছে খেলার মাঠ আছে, পাশেই আছে কবরস্থান। এই সৌন্দর্য্য টিকিয়ে রাখতে হলে তোমাদের পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রামনগর পঞ্চায়েত প্রধান নাসির উদ্দিন মাদবর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল বারেক মোল্লা, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, নাজির মাহমুদ, গিয়াসউদ্দিন, ফারুক প্রমুখ।

 

এসময় শিক্ষক, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com