নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সভাপতি পদে টিটু নির্বাচিত
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে ২১১ ভোটের ব্যবধানে পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ টিটু।
শনিবার (২১ ডিসেম্বর) নির্বাচনের মাধ্যমে তিনি জয়লাভ করে সভাপতি হলেন।
নির্বাচনে ১১৪৫ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৮৪২ জন। বাতিল হয়েছে ৮টি ভোট। টিটু মোট ৫২২ ভোট পেয়েছেন । বিপরীতে একমাত্র প্রতিদ্বন্দ্বি এড. মাহবুবুর রহমান মাসুম পেয়েছেন ৩১১ ভোট।
জয়ের প্রতিক্রিয়ায় তানভীর আহমেদ টিটু বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ায় কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা নির্বাচিত হয়েছি তারা সদস্যদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবো। তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে নানাবিধ কথা এসেছিল। অপপ্রচার সবসময় অপপ্রচারই থাকে। আমার নির্বাচনে আসার কথা না থাকলেও অপপ্রচারের জবাব দিতেই আমি নির্বাচনে এসেছি। আপপ্রচারে কান না দিয়ে আমাকে নির্বাচিত করেছেন বলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নির্বাচনকে ঘিরে এ ধরণের নোংরা অপপ্রচার চালিয়েছেন তাদের থেকে বিরত থাকবেন। নির্বাচিত সভাপতি বলেন, যিনি আমার প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাকে আমি মামা বলি। আমরা পুরো নির্বাচনে সৌহার্দ্যপূর্ণভাবে কার্যক্রম চালিয়েছি। কখনই কাউকে প্রতিপক্ষ মনে করি না। এখানে কোন দল বা মত নেই।
নির্বাচনে সভাপতি পদে লড়াই করেছেন সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম। পরিচালনা পরিষদের সহসভাপতি পদসহ বাকি ১০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।
জ্যেষ্ঠ সহসভাপতি পদে ডা. একে শফিউল আলম ফেরদৌস ও সহ সভাপতি পদে বিপ্লব সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন খাজা এবায়দুল হক টিপু, কৌশিক সাহা, মো.সাইদুল্লাহ হৃদয়, মো. শাহীন, এসএম শাহীন, মো. আশিক উজ জামান, ইদী আমিন ইবরাহীম খলিল, তোফাজ্জল হোসেন মুকুল।
নির্বাচনে মোট ভোটার ছিলো ১১৪৫ জন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সাবেক সাংসদ মোহাম্মদ আলী, জিএম ফারুক, হাবিবুর রহমান বাদল।