আ’লীগের নয়া সভাপতি ও সম্পাদককে ফতুল্লা থানা আ’লীগের শুভেচ্ছা
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা ২৪ডটকম: আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৯ম বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২য় বারের মতো ওবায়দুল কাদেরকে নির্বাচিত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ফতুল্লা থানা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি এম সাইফ উল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলী।
শনিবার (২১ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় ফতুল্লা থানা আওয়ামীলীগ এই অভিনন্দন জানান।
সাইফ উল্লাহ বাদল বলেন, বাংলাদেশের স্থপতি স্বাধীনতার মহানায়ক জাতির জনকের কন্যা উন্নয়ননের রুপকার বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে নবম বারের মতো সভাপতি এবং আওয়ামীলীগের পরীক্ষিত নেতা ও রাজপথের প্রতিবাদী কন্ঠস্বর একজন আদর্শ রাজনৈতিক ব্যাক্তিত্ব ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে পূনরায় নির্বাচিত করায় আমরা ফতুল্লা থানা আওয়ামী লীগ এই নেতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সেই সাথে আমি বিশ্বা করি তাদের নেতৃত্বে শুধু আওয়ামীলীগ ই নয় দেশ ও জাতি এগিয়ে যাবে দূর্বার গতিতে এবং বর্তমান উন্নয়নের ধারা অব্যহত থাকবে।
তিনি আরো বলেন, আমাদের নেত্রী যত থাকবে তার হাতেই যেন আ’লীগ পরিচালিত হয়। আল্লাহর কাছে তার দীর্ঘায়ু কামনা করছি । আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নাই, তার যোগ্য নেতৃত্বে দল এবং দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও এগিয়ে যাবে। শেখ হাসিনা এখন বিশ্বের রোল মডেল এবং তিনি এখন বিশ্ব মানবতার নেত্রী হিসেবে সুপরিচিত একটি নাম। জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জননেতা একে এম শামীম ওসমানের নেতৃত্বে ফতুল্লা আওয়ামীলীগ পরিচালিত হবে। ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি যাচাই বাছাই এর মাধ্যামে করা হবে এবং কমিটিতে বিতর্কিতদের ঠাই হবে না।
এম শওকত আলী বলেন, পূনরায় আওয়ামীলীগের সভাপতি হিসেবে গণমানুষের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সততার প্রতীক, জনগণের নেতা ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা ফতুল্লা থানা আওয়ামীলীগ তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
তিনি আরো বলেন, আমরা ফতুল্লা থানা আওয়ামীলীগকে তাদের দেখানো পথে জননেতা শামীম ওসমানের নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে চাই। ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের স্থান হবে, হাইব্রীড ও নব্য যোগ দেওয়া কোন নেতা কমিটিতে স্থান পাবে না।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্বাচিত হন। এ কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৮১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে ।
এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু হয়। দুই দিনের সম্মেলনে আজ শনিবার ছিল শেষ দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলর এতে অংশ নেন। কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের বাৎসরিক বাজেট, সংশোধিত গঠনতন্ত্র ও ঘোষণাপত্র কাউন্সিলরদের কণ্ঠভোটে পাস হয়।