এমপি বাবুর বিরুদ্ধে ‘অপপ্রচার’র মামলায় আ’লীগ নেতার জামাতা গ্রেফতার

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রী সায়মা আফরোজ ইভার বিরুদ্ধে ফেসবুক আইডি ও ওয়েব সাইড খুলে মানহানিকর নানা ধরনের অপপ্রচার চালানোর অভিযোগে আইসিটি আইনে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগ সহসভাপতির জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এমদাদুল মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চুর জামাতা।

 

এমদাদুলকে বৃহস্পতিবার রাতে বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রেস্টুরেন্ট ব্যবসায়ী। এমদাদুল কালাপাহাড়িয়া এলাকার রোকনউদ্দিনের ছেলে।

 

এর আগে এমপি নজরুল ইসলাম বাবুর ভাগ্নে হারুন অর রশিদ তথ্য প্রযুক্তি আইনে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০-২৫জনকে আসামী করে মামলা করেন। মামলায় ২১টি ফেসবুক আইডির নাম উল্লেখ করা হয়।

 

এজাহারের বিবরণ থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নারায়ণগঞ্জ-২, আসানের এমপি নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রী সায়মা আফরোজ ইভার সম্মানহানি করে বিভিন্ন ধরনের অপপ্রচালিয়ে আসছিল। ৪ ডিসেম্বর সকালে বাদী তার নিজের ব্যবহারের মোবাইলের ফেসবুক আইডিতে দেখতে পান (এমডি এমদাদুল হক) নামে একটি ফেসবুক আইডি থেকে এমপি নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রীর বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করেছেন। এছাড়াও আরও ২১টি ফেসবুক আইডির কথা তিনি মামলায় উল্লেখ করেছেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন বলেন, নারায়ণগঞ্জের বন্দর থেকে এজাহারনামী এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারনামী আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com