আড়াইহাজারে বিএনপির নেতার স্পিনিং মিলে আগুন
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমানের মালিকাধিন জাহিন স্পিনিং লিমিলেড এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে মিলের গোডাউনে রক্ষিত ১০ কোটি টাকার তুলা ভষ্মিভূত হয়েছে বলে মালিকপক্ষের দাবি।
জাহিন স্পিনিং এর জিএম শেখ আসাদুল্লাহ শ্রমিকদের বরাত দিয়ে জানান, ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে মিলের বয়লার মেশিন অতিরিক্ত গরমের ফলে মিলের সিলিংয়ে জমে থাকা ধুলাতে আগুন ধরে যায়। সেই আগুন ত্বরিৎ গতিতে পাশে থাকা তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে। সেখানে বিপুল পরিমানে তুলার বান্ডিলে আগুন লেগে যায়।
মিলের নিজস্ব ও পরে আড়াইহাজার, সোনারগা ও মাধবদী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ততক্ষনে গোডাউনে থাকা বিপুল পরিমানে তুলার বান্ডিল গুলো পুড়ে যায়।
অগ্নিকান্ডের খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন ও থানার ওসি নজরুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান এবং অগ্নি নির্বাপনে ও নিরাপত্তাকাজে তদারকি করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে মেশিন অতিরিক্ত গরম হওয়ার ফলে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। তবে অগ্নিকান্ডের আসল কারন জানতে আরো পর্যবেক্ষন করতে হবে বলে জানান।
জাহিন স্পিনিং লিমিটেডের মালিক মাহমুদুর রহমান সুমন জানান,প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি দেখে মনে হচ্ছে অগ্নিকান্ডে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।