না’গঞ্জের ১০ বিএনপি নেতার আগাম জামিন
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বিজয় র্যালীতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন বিএনপির দশ নেতা।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিচারপতি আবদুল হাফিজ ও ইজাহারুল হক আকন এবং বিচারপতি ওবায়দুল হাসান ও একেএম জহিরুল হকের পৃথক বেঞ্চ জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত নেতারা হলেন- জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খোরশেদ, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া ও মহানগর মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি।
বিষয়টি নিশ্চিত করে এড. সাখাওয়াত হোসেন খান জানান, হাইকোর্ট জামিন শুনানি শেষে আগাম চার সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন।
গত সোমবার বিজয় দিবসের র্যালীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেয়ায় বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের উপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে হেনস্তা ও মারধরের শিকার হন নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ও উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। এ ঘটনায় রাতে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানায় মামলা করেন এসআই সাইফুল।
মামলায় জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, মহানগর বিএনপির সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খোরশেদসহ এজাহারনামীয় ১৯ জন এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেফতার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ সাতজন কারাগারে রয়েছেন।