রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৩

 

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সাওঘাট ব্র্যাক ব্যাংকের সামনে এ দূর্ঘটনা ঘটে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, নরসিংদী যাওয়ার পথে ঢাকা (মেট্রো-গ- ২০-৬৩০৭) প্রাইভেটকার পাশে থাকা একটি ব্যাটারী চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় অন্য একটি ট্রাকের সাথে সংর্ঘষ হয়ে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে মারা যায় রিপন (৩০) নামের প্রাইভেট চালক। এ ঘটনায় দাড়িয়ে থাকা ট্রাকের হেলপার রিফাত (১৭) নামের অপর এক ব্যক্তিও মারা যায়। আহত হয় আরো ৩জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com