রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৩
রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সাওঘাট ব্র্যাক ব্যাংকের সামনে এ দূর্ঘটনা ঘটে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, নরসিংদী যাওয়ার পথে ঢাকা (মেট্রো-গ- ২০-৬৩০৭) প্রাইভেটকার পাশে থাকা একটি ব্যাটারী চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় অন্য একটি ট্রাকের সাথে সংর্ঘষ হয়ে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে মারা যায় রিপন (৩০) নামের প্রাইভেট চালক। এ ঘটনায় দাড়িয়ে থাকা ট্রাকের হেলপার রিফাত (১৭) নামের অপর এক ব্যক্তিও মারা যায়। আহত হয় আরো ৩জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।