মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আন্তঃঅফিস এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগীতায় বিউবোর ঢাকার ২টি দল এবং দেশের ৩৬টি বিদ্যুৎ কেন্দ্রের মোট ৫৮০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। পরে বিকেল সাড়ে ৪টায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি।
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যুৎ উন্নয়ণ বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ।
এসময় নসরুল হামিদ বলেন, এমন একটি সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এবং ভবিষ্যতেও এমন অনুষ্ঠান আয়োজনের ধারাবাহিকতা রাখতে বলেন। এসময় তিনি আরো বলেন, পড়া লেখার পাশাপাশি মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরীসিম। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করার পরামর্শ দেন তিনি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন (অতিঃ সচিব) মোঃ জহুরুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস, বিউবোর চেয়ারম্যান প্রকৌশলী খালিদ মাহমুদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) রোমানা আক্তার, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক।